শনিবার, অক্টোবর ১৯, ২০২৪
Led01রাজনীতিসিদ্ধিরগঞ্জ

ডিসেম্বর জুড়ে শামীম ওসমানের নানান কর্মসূচি

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি। তবে, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নিজ আসনের ভোটারদের সাথে সাক্ষাৎ করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। এজন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে কর্মী-সমর্থকদের সাথে উঠান বৈঠকে অংশ নিবেন তিনি।

জানা গেছে, ৩ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে সভা ও গণসংযোগ করবেন শামীম ওসমান। এছাড়া এর মাঝে বেশ কিছু সামাজিক অনুষ্ঠানেও অংশ নিবেন তিনি।

সামাজিক অনুষ্ঠানের সূচি মোতাবেক, ১ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিায়ার মেয়ের বিয়েতে অংশ নেন শামীম ওসমান। ৪ ডিসেম্বর দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জ বার্মা স্ট্যান্ডে আয়োজিত এক মেজবানী অনুষ্ঠানের অংশ নিবেন তিনি। ১৬ ডিসেম্বর দুপুর সাড়ে ৩টায় আলী হোসেনেআলা স্মৃতি সংসদ আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিবেন তিনি। এছাড়া ২২ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডের ক্যানেলপাড় এলাকায় আয়োজিত এক নাট্য উৎসবে অংশ নিবেন শামীম ওসমান।

এদিকে, ৩ ডিসেম্বর থেকে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে দলীয় কর্মসূচিতে অংশ নিবেন শামীম ওসমান। জানা গেছে, ৩ ডিসেম্বর ১০নং ওয়ার্ড, ৫ ডিসেম্বর ৯নং ওয়ার্ড, ৭ ডিসেম্বর ৮নং ওয়ার্ড, ১১ ডিসেম্বর ৬নং ওয়ার্ড, ১৩ ডিসেম্বর ৫নং ওয়ার্ড, ১৫ ডিসেম্বর ৪নং ওয়ার্ড, ১৭ ডিসেম্বর ৩নং ওয়ার্ড, ১৯ ডিসেম্বর ২নং ওয়ার্ড. ২১ ডিসেম্বর ১নং ওয়ার্ডে এসকল দর্শী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এদিন, সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আলোচনা সভা ও বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত গণসংযোগ করবেন শামীম ওসমান। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসনটিতে শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবেন আরও ১০জন প্রার্থী।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রায়ণগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email