শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
Led02রাজনীতি

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি: পুলিশ সুপার বলছেন, ‘অগণতান্ত্রিক’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পুলিশের চোখে অগণতান্ত্রিক।

বিএনপির এই কর্মসূচি নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলছেন, একটি গণতান্ত্রিক দেশে মহাসড়ক অবরোধ করে কোন শান্তিপূর্ণ কর্মসূচি হতে পারে না। মানুষের জান-মালের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন রাখতে যা যা করণীয়, সেটা আমরা করছি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় শনিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে এই মন্তব্য করেন।

পুলিশ সুপার বলেন, আমাদের ঢাকা মহানগর পুলিশ কমিশনার গতকালই আপনাদের মাধ্যমে বলেছে, রাস্তা অবরোধ করে কোন কর্মসূচি পালন করা যাবে না। কোন পুলিশ দপ্তর থেকে এই কর্মসূচি করার অনুমতিও দেওয়া হয়নি। বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির কারণে আমাদের পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছিল। জনগণের জান-মালের ও জনগণের চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। আর সেটাই নিয়েছি।

পুলিশ সুপার বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ডাচবাংলার মোড়ে কিছু লোকজন এসে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছে। তাদের আমরা বলেছি, তারা কথা শুনে নাই, যার কারণে আইনানুক ভাবে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছি। তাদের মাঝে থেকে ৪ জন আমরা গ্রেপ্তার করেছি, আমাদের এই অভিযান অব্যহত থাকবে। পরবর্তীতে আমরা যদি আরও কাউকে গ্রেপ্তার করতে পারি জানিয়ে দিবো।

এ সময় আমাদের পুলিশ সদস্যরাও আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email