রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
Led03রাজনীতি

তফসিল পরবর্তী প্রথম হরতাল: না.গঞ্জে চাপ কম গণপরিবহনের

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। গত সপ্তাহে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

রবিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও নারায়ণগঞ্জ শহরে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের কোন মিছিল কিনবা কর্মসূচি। পুলিশও রয়েছে সতর্ক অবস্থানে। তবে, গণপরিবহনের সংখ্যা কিছুটা কম।

আজ সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

চাষাঢ়া বাস স্ট্যান্ডে একাধিক যাত্রীর সাথে কথা বলে জনমনে আতঙ্কের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। কাজের জন্য গুলিস্তান যাচ্ছিলেন মো. সোহান। তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘দুইদিনর হরতাল শুরু হয়েছে, কখন কি হয় তা তো বলা যায় না। অনেকটা আতঙ্ক নিয়েই ঘর থেকে বেড় হয়েছি।’

বন্ধন পরিবহনের এক বাসের চালক মো. রমজান হোসেন। তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘সকাল থেকে গাড়ি চালাচ্ছি এখনো হরতালের কোন কিছু দেখতে পাইনি। তাও আতঙ্কে আছি, কোথা থেকে এসে কে না কে ভাঙ্গচুর শুরু করে দেয়। যদিও সব জায়গাই পুলিশ আছে, তাও ভয় তো একটু লাগে। সচারাচর যেমন যাত্রী থাকে, আজ সকাল থেকে তেমন যাত্রী আসছেন না’

সকাল সকাল রিকশা নিয়ে বের হয়েছেন রিকশা চালক রহমত মিয়া। আতঙ্ক প্রকাশ করে লাইভ নারায়ণগঞ্জের এই প্রতিবেদককে তিনি বলেন, ‘হরতালে ভয় থাকে, কখন কি হয় বলা যায় না। তার পরেও পেটের দায়ে বের হইছি। আমার গেরেজের বেশিরভাগ রিকশা আজ বাইর হয় নাই।’

এদিকে, নারায়ণগঞ্জ জুড়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। নাশকতা এড়াতে বিভিন্ন সড়কেও টহল দিচ্ছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email