শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
Led03জেলাজুড়েশিক্ষা

নারায়ণগঞ্জে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন অনুমোদন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জবাসীর জন্য সুখবর।

দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কাজ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপন আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৪ সেপ্টেম্বর) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের মতো এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।

এর আগে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের অনুমোদন দিয়েছিল। অনুমোদন দেওয়ার পর সে বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়৷

মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত ওই চিঠিতে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যুগোপযোগী খসড়া আইন প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে৷

দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে খসড়া আইন মন্ত্রণালয়ে উত্থাপন করলে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন অনুমোদন দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনটির অনুমোদন হওয়ায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য এখন পরবর্তী নির্দেশনা আসবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email