শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
Led02আড়াইহাজারবিশেষ প্রতিবেদন

নারায়ণগঞ্জে হচ্ছে আরও একটি ফায়ার সার্ভিস স্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আরও একটি নতুন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সাথে নির্মাণ করা হবে শিল্প পুলিশ ইউনিট।

আড়াইহাজারের পাঁচরুখী মৌজায় প্রকল্প বাস্তবায়নের জন্য ২ দশমিক ২ একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নিয়েছে সরকার।

প্রকল্পটি বাস্তবায়ন হলে আড়াইহাজারের জাপানি অর্থনৈতিক অঞ্চল অগ্নি ও ভূমিকম্পসহ দূর্যোগ মোকাবেলায় অবধান রাখতে পারবে।

ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জমি গুলো অধিগ্রহণের প্রস্তুতি নিয়েছে। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ এর ৪ ধারা মোতাবেক, প্রস্তাবিত জমির প্রত্যাশী সংস্থা ও জেলা প্রশাসনের সমন্বয়ে গত ১৩ জুলাই যৌথ তদন্ত সম্পন্ন করা হয়েছে। কারো কোন আপত্তি থাকলে বিভাগীয় কমিশনারের নিকট আপিল দায়ের করার নির্দেশও প্রদান করা হয়েছে।

আড়াইহাজারে জাপানের জন্য গত বছরের ৬ ডিসেম্বর একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক অঞ্চলটি সম্পূর্ণরূপে চালু হলে জাপান ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে এক লাখেরও বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে অঞ্চলটি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, দ্রুতগতিতে এই অঞ্চলের কাজ করতে চায় সরকার। তাই কারো আপত্তি থাকলে আগামী ৫ কার্যদিবসের মধ্যে আপিল আবেদন করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email