না.গঞ্জে নতুন করে ১ জন ডেঙ্গু আক্রান্ত
লাইভ নারায়ণণগঞ্জ: নারায়ণগঞ্জে কমতে শুরু করেছে ডেঙ্গু মশার প্রভাব। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮৬ জন। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। তবে জেলায় এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ০ জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ১ জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
বর্তমানে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১ জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ৩ জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে। পুরো জেলায় মোট ৪ জন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন।
চলতি মাসে নারায়ণগঞ্জে মোট ১৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।