শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
ফতুল্লা

না.গঞ্জে নির্মাণাধীন ভবনে ক্রেনের রশি ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে ক্রেনে মালামাল উঠানোর সময় রশি ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শহিদ (২৭)। সে  চাঁদপুর জেলার জামালগঞ্জ থানা চানবাড়ি গ্রামের আব্দুর রউফের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় থাকতেন।

অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

সহকর্মী নির্মাণ শ্রমিকরা জানান, ফতুল্লা ও জালকুড়ি এলাকায় দিন মজুরের কাজ করতেন তাঁরা। প্রতিদিনের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের কাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ প্রকল্পের কাজে গিয়ে ছিলেন। দুপুরে ক্রেনে করে একটি নির্মাণাধীন ভবনে মালামাল ওপরে উঠানোর সময় ক্রেনের রশি ছিঁড়ে মালসহ নিচে পড়ে যান দুই জন। এতে ঘটনা স্থলেই মৃ*ত্যু বরণ করে এক ব্যক্তি। গুরুতর অবস্থায় শহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় মৃ*ত্যু বরণ করেন।

দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম লাইভ নারায়ণগঞ্জকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য একটি লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরটি থানা পুলিশ গিয়ে উদ্ধার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email