শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
Led05রাজনীতি

নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: জেলা বিএনপি’র নিন্দা

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল, তুষার আহমেদ মিঠু, ছাত্রদল নেতা দোলন সহ ৩৯ জন নেতাকর্মীর নামে ফতুল্লা থানায় একটি গায়েবী, ষড়যন্ত্রমূলক মিথ্যা ও কাল্পনিক মামলা দায়ের করায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার (২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদত গোলাম ফারুক খোকনের যৌথ বিবৃতিতে ওই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে জনগণকে রাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তারা ইতিমধ্যেই সমগ্র দেশ- জাতি ও আন্তর্জাতিক মহলে একঘরে ও বন্ধুহীন হয়ে পড়েছে। রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা, প্রশাসনে দলীয়করণ, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে গালামহীন দূর্নীতি, রাষ্ট্র পরিচালনায় অতিমাত্রায় প্রশাসন নির্ভরতা, আইন, বিচার ও শাসন বিভাগে নিজেদের দলীয় লোকজন নিয়োগের মাধ্যমে সেখানে নগ্ন হস্তক্ষেপ এর মূল কারণ।

এভাবে কোন গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারেনা। সরকারের নিয়োগপ্রাপ্ত প্রজাতন্ত্রের কর্মচারী ও প্রশাসনের লোকজন ইতিমধ্যেই সরকারকে ক্ষমতায় রাখতে বিভিন্ন জায়গায় প্রচারনায় নেমেছে ও জনমনে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য এমন মিথ্যা-গায়েবী মামলা সাজাচ্ছে। তাদেরকে শুদ্ধ বাংলায় বলতে চাই আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী কোন দলীয় সরকারের গোলাম না। পবিত্র পোষাকে ঢুকে অনৈতিক, গণবিরোধ কাজ করবেন না। কারো হুকুম তাঁবেদারী করতে গিয়ে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবেন না। মহান রাব্বুল আলামিন আপনাদের রিজিক জনগণের দেওয়া অর্থ থেকে ব্যবস্থা করেছেন। জনগণের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত হোন।

আর সরকারি সন্ত্রাসীবাহিনীকে বলতে চাই রাজনৈতিক দেউলিয়া হয়ে মাইক সামনে পেলেই আবোল-তাবোল বকবেন না। আপনারা জনগণের কাছে ইতিমধ্যেই চক্ষুশূল হয়ে গিয়েছেন, সুতরাং শেষ পরিণতির ভয় করেন। মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিতে দিতে দ্রব্যমূল্যের বাজার লাগামহীন করেছেন, বিএনপির গীবত করতে করতে ব্যাংক খালি করে বিদেশে টাকার পাহাড় গড়েছেন, উন্নয়নের গান শুনিয়ে দেশের অর্থব্যবস্থার মেরুদন্ড ভেঙ্গেছেন। ওই চুরি-ডাকাতি- দুর্নীতির অর্থ জীবদ্দশায় ভোগ করে যেতে পারবেন তো?

অবিলম্বে আমরা এহেন মিথ্যা ও হাস্যকর মামলা প্রত্যাহারের জোর দাবী জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email