ফতুল্লায় গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থেকে গণধর্ষণ মামলায় আরিফ মাহমুদ ছাইফ নামের এজাহার নামীয় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে পাগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিমকে ফোন করে বলে, তার স্বামী পাগলা এলাকায় এক্সিডেন্ট করেছে। স্বামীর এক্সিডেন্ট এর খবর পেয়ে ধর্ষিতা ভিকটিম দ্রুত ঐ স্থানে উপস্থিত হয়। পরে, আসামী আরিফ মাহমুদ ছাইফ ও তার সহযোগীরা একটি পরিত্যক্ত বাসায় নিয়ে বলে তোমার স্বামী ঘরের ভিতরে শুয়ে আছে। আসামীদের কথা মত ধর্ষিতা ভিকটিম ঘরের ভিতর প্রবেশ করলে তারা দরজা বন্ধ করে জোরপূর্বক ভিকটিমকে তার ইচ্ছা বিরুদ্ধে গণধর্ষণ করে। গণধর্ষণ শেষে আসামীরা ধর্ষিতা ভিকটিমকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে ভিকটিম তিনি নিজেই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী আরিফ মাহমুদ ছাইফ’কে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।