শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
ফতুল্লা

ফতুল্লায় নিজ প্রতিষ্ঠান রক্ষায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার শাসনগাঁও এলাকায় জমি ও প্রতিষ্ঠান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে এক ব্যাবসায়ী।

দেওয়ান স্টিল বিল্ডিং ইন্জিানয়ারিং ফ্যাক্টরির মালিক মোঃ ইমরান দেওয়ান এমন অভিযোগ করে রোববার সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ সেপ্টেম্বর রাত্র ৯.৩০ মিনিটে সুমন (৩৯), শাহিন (৪২), হামিদ প্রধান (৪৮), নাসির (৪০), পিজ্জা শামীম (৫৫), মুন্না (৩২), সজিব (৩০), সাদ্দাম বেপারী (৩০), ইমরান দর্জি (৩১)সহ অজ্ঞাত নামা আরো ২০/২৫ জন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্র দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বসত বাড়িতে আসিয়া অনৈতিক ভাবে এক কোটি টাকা চাঁদা দাবী করে। তারা হুমকি দেয়, দাবীকৃত টাকা না দিলে আমাদের ১৭ শতাংশ জমিতে গড়ে তোলা প্রতিষ্ঠান দেওয়ান স্টিল বিল্ডিং ইন্জিানয়ারিং ফ্যাক্টরি দখল করে নিবে এমনকি আমি কোন বাঁধা প্রদান করিলে প্রাণে মেরে ফেলবে।

ব্যাবসায়ী অভিযোগ করে আরও বলেন, তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ করিলেও কোন প্রতিকার পাইনি। বরং সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে গত ১৯ অক্টোবর দুপুরে আমার প্রতিষ্ঠানে অস্ত্র হাতে অবৈধ প্রবেশ করে ফ্যাক্টরির ভাড়াটিয়া ও শ্রমিকদের মারধর করে গলাধাক্কা দিয়ে বের করে দেয়। প্রতিষ্ঠান ভাংচুর করে জরুরি যন্ত্রাংশ ও বিভিন্ন মালামাল লুটপাট করে। যাহার আনুমানিক মূল্য প্রায় ৩৫/৪০ লক্ষ টাকা। মালামাল লুটপাটের পর ইটা, বালু, সিমেন্ট নিয়ে এসে আমার প্রতিষ্ঠানের সামনে দেয়াল নির্মাণ করিতে থাকে। তাদের এ কার্যকলাপ দেখে তাৎক্ষনিক ৯৯৯ এ কল করিয়া আইনের সহযোগিতা কামনা করি। কিন্তু কোন সহযোগিতা পাইনি তাই নিরুপায় হয়ে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগে পুলিশ এলেও সন্ত্রাসীরা কাজ বন্ধ না করে তারা দেয়াল নির্মাণ করে আমাদের প্রবেশ পথ বন্ধ করে দেয়। থানায় কোন প্রতিকার না পেয়ে ৯ ও ২১ অক্টেবর দুবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর এবং ১১অক্টেবর র‌্যাব- ১১ বরাবর লিখিত অভিযোগ করি। কিন্তু অদ্যবদী আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট কোন ধরনের সহযোগী পাচ্ছি না। তাই গনমাধ্যমের মধ্য দিয়ে আমি আমার ফ্যাক্টরি,জায়গা ও প্রাণের নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী’র দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয় প্রশাসনের আইনী সাহায্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email