ফতুল্লার আইএফএস টেক্সওয়্যার পরিদর্শনে ডেনমার্কের দূতাবাসের মিশন প্রধান
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সর্ম্পক আরও প্রসারিত করতে চাইছে উত্তর-পশ্চিম ইউরোপের দেশ ডেনমার্ক।
ফতুল্লায় একটি কারখানা পরিদর্শনে এসে এমন মন্তব্য করেছেন ডেনমার্কের দূতাবাসের মিশন প্রধান মিস্টার অ্যান্ডার্স বি. কার্লস।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে ফতুল্লার কুতুবপুরে অবস্থিত আইএফএস টেক্সওয়্যার লিমিটেড কারখানায় আসেন তারা।
এ সময় ৭ সদস্যের প্রতিনিধি দল কারখানাটির পুরো উৎপাদন প্রক্রিয়া ঘুরে ঘুরে দেখেছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর পোশাকের গুনগত মান দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ডেনমার্কের সেক্টর কাউন্সেলর ওলে জাস্টিসেন, ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স কার্লসেন, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ আলী আশরাফ খান, টেকসই উত্পাদনের সহযোগী উপদেষ্টা ফাহিম আবরার, ডেনিশ কাজের পরিবেশ কর্তৃপক্ষ জারি জান ও কমার্শিয়াল কাউন্সেলর আলী মোশতাক বাট।
কারখানাটির পুরো কার্যক্রম ঘুরিয়ে দেখিয়েছে আইএফএস টেক্সওয়্যারের মুখ্য নির্বাহী সালাহউদ্দিন আহমেদ শামীম|
এ সময় উপস্থিত ছিলেন আইএফএস টেক্সওয়্যার পিভট লিমিটেডের জিএম (ফাইন্যান্স) মোতাহার হোসেন ভূইয়া, এজিএম কমার্শিয়াল শাহাদাত হোসেন, এইচআর বিভাগের ডিজিএম জাভেদ প্রমুখ।