শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
জেলাজুড়েসদর

বক্তাবলীতে নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

লাইভ নারায়ণগঞ্জ আজ ২৯ নভেম্বর বক্তাবলী গণহত্যা দিবস। নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় একাত্তরের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী হামলা চালিয়ে ১৩৯ জন মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে। জ্বালিয়ে দেয় ২২ টি গ্রাম। নিহত ১৩৯ জন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়েছে জেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাবৃন্দ ।

বুধবার (২৯ নভেম্বর) সকালে লক্ষ্মীনগর এলাকায় বধ্যভূমি ও কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি(সদর) লায়লাতুন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাছির সরদার, মোহাম্মদ আল আমিন, আব্দুল কাদির ফকির, রাসেল ভান্ডারী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল আলম সরকার, সহকারী নূর মোহাম্মদ প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email