শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েবন্দররাজনীতি

বন্দরে বিএনপির মিছিলে বাধার অভিযোগ, পুলিশের অস্বীকার

লাইভ নারায়নগঞ্জ: বন্দরে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশী বাধায় পন্ডের অভিযোগ হয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছে বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে বন্দর বাজারের ইটালী বিলিং মোড়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়। বন্দর থানা বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে কালো পতাকা মিছিল শুরু করলে বাধা দেয় পুলিশ। নেতাকর্মদের থেকে ব্যানার ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার নেতৃত্বে মিছিলে অংশ নেয় সলিমুল্লাহ বাবুল, নাসিরুল্লাহ টিপু, সেলিম, আশরাফ, মিঠু, সানোয়ার, ফয়সাল, রিপন, শিবু চন্দ্র দাস, হাজী জাবেদ, মনির হোসেন, ইকবাল, বাদল, সালাম, স্বজন, ইমরান, কাজণ আহাম্মেদ কালুন, বাবু, রহমত উল্লাহ, সাহেব আলী, জয়নাল, শিবলু, আরিফসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

এ সময় বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা বলেন, আমরা শান্তিপূর্ন ভাবে কালো পতাকা মিছিল করতে চাইলে সরকারের পেটোয়া বাহিনী পুলিশ আমাদের শান্তিপূর্ন মিছিলে বাধা দেয়। এ সরকার ড্যামি নির্বাচন করে জনগণের ইচ্ছাকে ভুলন্ডিত করেছে। এ সরকারের পতন অনিবার্য। কতদিন পুলিশ দিয়ে সরকার টিকে থাকবে। জনগণ মাঠে নেমেছে এ সরকারের পতন অবশ্যই হবে।

তবে এ বিষয়ে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, বন্দর বাজারে বিএনপির কোন মিছিল হয়নি। হয়তো তারা মিছিলের প্রস্তুতি নিয়েছিলো কিন্তু কোন কারণবশত করেনি। কিন্তু বাজারে কোন মিছিল হয়নি এবং আমরাও কোন মিছিলে বাধা দেই নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email