শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
Led03জেলাজুড়েবন্দর

বন্দরে মহাসড়কে দুটি পিকআপ ভ্যানে আগুন, পুলিশের দাবি ‘আলামত পাওয়া যায়নি’

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও দুটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বন্দর উপজেলার মদনপুরের দেওয়ানবাগ গেট এলাকায় ‘বন্দর স্টিল’র সামনে মহাসড়কে ওই ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি আগুনের কোন আলামত পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইটপাটকেল ছুড়ে ও ভাঙচুর শুরু করে। এ সময় দুটি পিকআপ ভ্যানে তারা আগুন দেয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, কে বা কারা হঠাৎ করে মহাসড়কে এসে কয়েকটি টায়ার পুড়িয়ে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, আমার এলাকায় কোনো যানবাহনে অগ্নিসংযোগ ঘটেনি। শুধুমাত্র একটি পিকাপ ভ্যানে কয়েকজন ঢিল ছুড়ার চেষ্টা করেছে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, বিএনপির কেউ আগুন দেয়নি বা ভাঙচুর করেনি। এটি আওয়ামী লীগের কাজ। তারা এ ঘটনা ঘটিয়ে মামলা দায়ের করবে বিএনপির নেতা-কর্মীদের নামে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তাফা রাসেল লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা অগ্নিসংযোগের কোন তথ্য পাইনি। ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি, আগুনের কোন আলামত পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email