শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
Led02জেলাজুড়েরাজনীতি

ভোটের প্রচারে ব্যবহার করা যাবে না যেসব যানবাহন

লাইভ নারায়ণগঞ্জ: প্রতীক বরাদ্দের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রার্থীরা তখন নিজ সংসদীয় আসনে ভোট চেয়ে জনগণের কাছে যাবেন। তবে বিশৃঙ্খলা এড়াতে ভোটের প্রচারেও মানতে হবে আচরণবিধি। নির্বাচনী প্রচারকাজে কোনো প্রার্থী হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করতে পারবেন না। তবে দলীয় প্রধান চাইলে তা ব্যবহার করতে পারবেন।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

ভোটগ্রহণ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচার-প্রচারণায় আচরণবিধি ঠিক করেছে ইসি। বিধি মেনেই প্রার্থীদের চালাতে হবে ভোটের প্রচারণা। আচরণবিধিতে বলা হয়েছে, ভোটের প্রচারণায় ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন বা যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বের করা যাবে না।

রবিবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে দলীয় ও জোট শরিক প্রার্থীদের চূড়ান্ত তালিকা দিয়েছে আওয়ামী লীগ। তালিকা মোতাবেক, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩ আসনে লড়বে। জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের ৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email