মুকুল, শকুসহ বিএনপির ৬ নেতা বহিস্কার
লাইভ নারায়ণগঞ্জ: দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অপরাধে নারায়ণগঞ্জের ৬ নেতাকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত মাহমুদ হাশেম শকুসহ ৬ নেতাকে বিএনপির সকল সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন: মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, বর্তমান আহবান কমিটির সদস্য শওকত হাশেম শকু, মহানগর বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহমেদ, গোলাম নবী মুরাদ ও সোনারগাঁ বিএনপির মো. নুরুজ্জামান।
উল্লেখ্য, দলীয় নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বিএনপির এই ছয় নেতা। বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট থেকে বিএনপির ডাকা সরকার পতনের আন্দোলনে অংশ না নিয়ে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অপরাধে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলের হাইকমান্ড।