রূপগঞ্জে পার্কিংয়ে করা দুই বাসে আগুন, হেলপার দগ্ধ
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পার্কিংয়ে করা দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভুলতা ইউনিয়নের বলায়া এলাকায় ভোর ৫টার দিকে গ্লোরি পরিবহনের দুটি বাসে আগুন দেখতে পেয়ে এলাকবাসী তা নেভানোর চেষ্টা চালায়। সেই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসচালক হৃদয় বলেন, রাতে প্রতিদিনের মতো গাড়ি পার্কিংয়ে রেখেছিলাম। সকালে খবর পাই গাড়িতে আগুন লেগেছে। আগুনে গাড়িতে থাকা হেলপার তুহিন দগ্ধ হয়েছে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছার আগেই পাশে থাকা আরও একটি গাড়ি পুড়ে যায়।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে দুইটি বাসে আগুনের খবর পেয়ে টহলরত পুলিশের এএসআই উত্তম কুমারকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।