রূপগঞ্জে যুবক হত্যা মামলায় কিশোর-কিশোরীর ১০ বছরের আটকাদেশ
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে আকাশ নামে একজনকে হত্যার ঘটনায় দুই কিশোর-কিশোরীকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) আসামিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন।
জানা যায়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অথবা মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। তবে তারা প্রাপ্তবয়স্ক না হওয়ায় শিশু আইনে তাদের সর্বোচ্চ ১০ বছরের আটকাদেশ প্রদান করা হয়েছে।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ১২ এপ্রিল রূপগঞ্জের বরাবো এলাকার এক ভাড়াটিয়া আকাশকে দণ্ডপ্রাপ্ত দুই কিশোর-কিশোরী মিলে শ্বাসরোধে হত্যা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ও বাদী হয়ে মামলা করে। সেই মামলার বিচার কার্যক্রম শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন। তাদের বয়স কম থাকায় কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।