শারমিন স্টিল লিমিটেড বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিল লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
ঘটনার তিনদিন পর রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তারা মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন তরিকুল ইসলাম।
নিহত শরীফুল ইসলাম (২৬) ও সাইফুল ইসলামের (৩০) শরীরের যথাক্রমে ৬০ শতাংশ ও ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে সোমবার বিকালে প্রায় শতভাগ দগ্ধ মোজাম্মেল হক (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসাধীন অন্য দুই শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।
গত ১৩ অক্টোবর রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় শারমিন রোলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে; এতে পাঁচ শ্রমিক দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে মোজাম্মেল হকের শরীরের প্রায় শতভাগ, সাইফুল ইসলামের ৬০ শতাংশ, শরিফুল ইসলামের ৫৭ শতাংশ, মো. জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবাল হোসেনের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়।