শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে হবে: বিভাগীয় কমিশনার
লাইভ নারায়নগঞ্জ: ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের আজকের শিক্ষার্থীদের সুশিক্ষিত করে তুলে তাদেরকে মানবসম্পদে পরিনত করতে হবে। বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে কাজ করে যাচ্ছে। এ জন্য আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হলে বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত সুনাগরিক হতে হবে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে দেওভোগ ভুইয়ারবাগে বিদ্যানিকেতন হাই স্কুলের নবীন বরণ অনুষ্ঠানে এ কথা
বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবিরুল ইসলাম আরও বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত সুনাগরিক করতে বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সদস্যরা ও শিক্ষকরা আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। এখন আমাদের উন্নত বাংলাদেশের স্বপ্ন এখন কাঙ্খিত নয় বাস্তবতা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমাদের গড়ে তুলতে হবে। তিনি বলেন মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। এ অহংকার কে আমাদের গৌরবে পরিনত করতে হবে।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন হয়েছে আর আমাদের স্বাধীন বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে হবে। আসুন আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশকে সোনার বাংলায় প্রতিষ্ঠিত করে তুলি।