শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
আড়াইহাজারআদালত

শিশু অপহরণ মামলায় একব্যক্তির ১৪ বছরের কারাদণ্ড, ২জনকে খালাস

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শিশু অপহরণ মামলায় ওমর ফারুক (৪৬) নামের এক ব্যাক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় হাসান আলী ও ফটিক নামে দুজনকে খালাস দেন আদালত। তবে, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামী ওমর ফারুক রাজশাহীর গোদাবাড়ি এলাকার সেকান্দর আলী ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১২ সালের ১০ ডিসেম্বর আসামিরা জিহান নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় ভিকটিম শিশুর বাবা জীবনের চাচা মান্নান বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। সেই সঙ্গে অপহৃত শিশুকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকাজ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email