শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
Dis_leadLed02জেলাজুড়েরাজনীতি

শীত মাখা সকালে ভোট গ্রহণ শুরু

লাইভ নারায়ণগঞ্জ: শীতের সকালে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ভোটাররা। সুষ্ঠুভাবে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন তাঁরা। রবিবার (জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজ, মাসদাইর আদর্শ স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রগুলোর বাইরে ভীড় জমিয়েছেন নৌকা ও লাঙ্গলের স্থানীয় নেতাকর্মীরা। গেটের বাইরে তারা সারিবদ্ধ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। গেটের ভিতর নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।


ভোট শুরু হওয়ার আগে থেকেই ১০-১৫ জন নারীকে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। গেটের বাইরে দাঁড়ানো স্থানীয় নেতাকর্মীরাই একে একে আসছেন আর ভোট দিচ্ছেন।

তোলারাম কলেজের প্রিজাইডিং অফিসার রঞ্জিত কুমার সাহা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ভোটার আসতে শুরু করেছে। এখনো তেম্ন উপস্থিতি নেই। আমার এখানে মোট ৯টি বুথ আছে এবং ১৩জন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

মাসদাইর আদর্শ স্কুলে রয়েছে মোট ৪টি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে ৫-৯টি বুথ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নিয়োজিত রয়েছেন অর্ধশতাধীক পুলিশ-আনছার।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে সবচে বেশি ভোটার উপস্থিতি। লাইন করে দড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email