শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
Led02অর্থনীতি

সিআইপি হলেন আখতার হোসেন, বললেন ‘দেশের জন্য কাজ করতে ভালো লাগে’

লাইভ নারায়ণগঞ্জ: বাণিজ্যে খাতে অবদান ও সংগঠনে নেতৃত্বর জন্য চতুর্থবারের মতো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমানের মেয়ের জামাই ও উইজডম অ্যপারেলস এর ডিরেক্টর মো. আখতার হোসেন অপূর্ব।

‘বিদেশে বাংলাদেশি পন্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

সিআইপি নির্বাচিত হওয়া আখতার হোসেন অপূর্ব একই সাথে ‘বুনডক্স অ্যপারেলস’ এর এমডি ও বিকেএমইএ’র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রীয় এই সম্মান অর্জনের বিষয়ে আখতার হোসেন অপূর্ব বলেন, ‘যে কোন সম্মাননাই মানুষের ভালো লাগে। আর এটা তো একটি রাষ্ট্রীয় পর্যায়ের সম্মান। আমার অত্যন্ত ভালো লাগছে। এতে করে আমার দেশের জন্য কিছু করার আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।’

তরুন এই উদ্যাক্তা আরও বলেন, ‘আমরা বিভিন্ন দেশে রপ্তানি করি। আরও বেশি সংখ্যাক দেশে যাতে আমরা রপ্তানি করতে পারি এখন সেই চিন্তা করছি। এই সম্মাননা কারনেই কিন্তু আমরা নিত্য নতুন দেশ গুলো এক্সপ্লোর করছি। বিশ্বে বৃহত্তর যে মার্কেট গুলো রয়েছে, এখন আমরা সেগুলো ক্যাপচার করার চেষ্টা করছি। এরকম সম্মান দেশের রপ্তানিকে বাড়ানোর কাজে অনেক সহায়তা করে। নিজের উপর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আমরা যত বেশি রপ্তানি করবো তত বেশি বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে এবং আমাদের দেশের অর্থনীতি আরও উন্নত হবে। এসবকিছু চিন্তা করেই দেশের জন্য কাজ করতে ভালো লাগে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email