সেপ্টেম্বর-অক্টোবরে দেশ পিছিয়ে নেওয়ার চেষ্টা করা হবে: শামীম ওসমান
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ২০১৩-১৪ সালে নাকি চাদের মধ্যে দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা গিয়েছিল। এ জন্য ২১ জনকে প্রাণ দিতে হয়েছে। এখন তারাই আবার নতুন করে গুজব ছড়াচ্ছে বলে জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জে জাতীয় শোক দিবসে তিনি এ কথা বলেন।
সকাল থেকেই তিনি জাতীয় শোক দিবসের অনুষ্ঠান, মিলাদ, মাহফিল-দোয়া অংশ নিচ্ছেন।
সেখানে শামীম ওসমান বলেন, তারা নানা সময় নানা ঘোষণা দিয়ে আসছে, তাদের ঘোষণায় আমাদের কিছু যায় আসে না। যারা ধর্মকে বিকৃত করবে, তাদের ব্যাপারে সাবধান থাকা উচিৎ। ৭৫ সালে তারা ১৫ আগস্ট ঘটিয়েছিল, আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ আবারও দেশটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি আছি, তারা প্রতিহত করবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ না। বাঙালি জাতীয় আগামী দিনের স্বপ্ন। যে স্বপ্ন বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে পারেনি সেটা বাস্তবায়ন করছে। বাংলাদেশের মানুষ আবারও উনাকে সুযোগ দিবে। তার উপর আল্লাহর রহমতের চাদর আছে। তিনি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে। আগামীতে আবারও শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসবে।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, এনসিসিসির ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল প্রমুখ।