১ জানুয়ারী রাইটার্স ক্লাবের লেখক সম্মেলন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে আগামী ১লা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে রাইটার্স ক্লাবের লেখক সম্মেলন । শনিবার (৩০ ডিসেম্বর) জেলা রাইটার্স ক্লাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ১লা জানুয়ারি সোমবার দুপুর ২টায় নগরীর ২নং রেলগেইট বঙ্গবন্ধুর ভাস্কর্যে সকল লেখকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
নগরীর শেখ রাসেল নগর পার্কে লেখকদের এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন কবি হালিম আজাদ, প্রবন্ধ উপস্থাপন করবেন কবি মজিদ মাহমুদ। দুপুর ২টায় জেলা আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদের আহবায়ক কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে ২নং রেল গেটে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এরপর অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করবেনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ. কে. এম শাহনাওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, ছড়াকার ইউসুফ আলী এটম, কবি ও সাংবাদিক এবং নজরুল গবেষক এইচ এম সিরাজ, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কথাশিল্পী ফজলুল কাশেম, সাবেক অধ্যক্ষ কবি করীম রেজা, কবি শাহেদ কায়েস, স্বাগত বক্তব্য রাখবেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি ফরিদুল মাইয়ান ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন কবি সালমা ডলি।
উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর সদস্য সচিব মোহাম্মদ আল মনির এর সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে দেশবরেণ্য কবিদের স্বরচিত কবিতা পাঠ। কবিকণ্ঠে কবিতাপাঠের মধ্যমণি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির ফেলো শিশু সাহিত্যিক রহীম শাহ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্যানেল মেয়র-১ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৭নং ওয়ার্ড কাউন্সিল- আবদুল করিম বাবু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৪ নং ওয়ার্ড কাউন্সিল- মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৫নং ওয়ার্ড কাউন্সিল অসিত বরণ বিশ্বাস, ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান- ৩ ও ১, ২, ৩নং ওয়ার্ড এর সংরক্ষিথ মহিলা সদস্য উম্মে তাহেরা আঁখি, নাট্যজন ও তরুণ রাজনীতিক সাফায়েত আসলাম সানি।
আয়োজনে অতিথিদের সাথে নিয়ে সাহিত্যের ছোটকাগজ ‘কবিতার কম্পাস’ ২য় সংখ্যার পাঠ উন্মোচন করা হবে। কবিতা পাঠ শেষে মূল পর্বে জেলা রাইটার্স ক্লাবের সভাপতি কবি কাজী আনিসুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাঃগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর অধ্যক্ষ সামছুল আলম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর সভাপতি জিয়াউল ইসলাম কাজল, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি শাহ মোহাম্মদ সানাউল হক, প্রাবন্ধিক তারাপদ আচার্য্য, বাংলা একাডেমি’র পরিচালক ড. মোঃ শাহাদাৎ হোসেন নিপু, সরকারি হরগঙ্গা কলেজ এর অধ্যাপক, বিজ্ঞান লেখক সফিক ইসলাম, রামপাল মহাবিদ্যালয় অধ্যাপক, প্রাবন্ধিক কাজী মহম্মদ আশরাফ, স্বাগত বক্তব্য রাখবেন উদযাপন কমিটির সদস্য সচিব কবি ইউসুফ রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ রাইটার্স ক্লাব এর কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কথাশিল্পী জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে থাকছেন উদযাপন পর্ষদের সম্পাদকীয় উপ- কমিটির কবি দীপক ভৌমিক, রইস মুকুল, রণজিৎ মোদক, কামাল সিদ্দিকী, আবুল কাশেম। সমন্বয়ক কাজী আনিসুল হক, উদযাপন পর্ষদ এর আহ্বায়ক শফিকুল ইসলাম আরজু, যুগ্ম আহ্বায়ক বাপ্পি সাহা, সালমা ডলি, সদস্য আল আশরাফ বিন্ধু, শাহ্ আলম, রাজলী, ফরিদা ইয়াছমীন সুমনা, মাক্সুদা ইয়াসমিন, সবিতা দত্ত, জয়নাল আবেদীন জয়, রফিক মাহমুদ, মৃদুল সাহা, সুমন সরকার, এম নাজমুল হাসান, আবুল কালাম আজাদ, সাজ্জাদ আহম্মেদ খোকন, তাসলিমা আক্তার পারভীন, এম ডি সোহেল।
বাংলাদেশ লেখক সম্মেলন ২৩-২৪ এ স্বরচিত কবিতা পাঠ করার জন্য অনুষ্ঠান স্থলে সকাল ১১টা থেকে দুপুর ৩টার মধ্যে কবিতার হার্ডকপি জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। এ বিষয়ে সম্পাদকীয় উপ-কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কবি মাকসুদা ইয়াসমিন, কবি রাজলী ও কবি নিরব রায়হান। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানানো হয়।