বুধবার, অক্টোবর ৯, ২০২৪
Led04আড়াইহাজারআদালত

আড়াইহাজারে বেকারি মালিককে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বেকারি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে আড়াইহাজারে রয়েল কনজুমার বেকারিতে অভিযানকালে এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে পুলিশের পাশাপাশি বিএসটিআইয়ের কর্মকর্তা রিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় জিয়াউল হকের মালিকাধীন রয়েল কনজুমার নামে একটি বেকারিতে অভিযান চালানো হয়। এসময় সকল পণ্যের বিএসটিআই এর অনুমোদন না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ১৫(১) ধারায় ওই বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক জানান, খাদ্যপণ্যে উৎপাদন তারিখ না থাকা ও অগ্রিম তারিখ দিয়ে খাদ্যপণ্য উৎপাদনসহ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ রয়েল কনজুমার বিভিন্ন ভেজাল পণ্য বিক্রি করে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে। তার ভেজাল পণ্য গ্রহণ করে অনেকের নানা রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email