শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Led04রাজনীতি

আ.লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলার শক্তি হারিয়ে ফেলেছে: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করার শক্তি হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

সোমবার সোনারগাঁ থানায় ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার বিষয়ে দেয়া এক প্রতিক্রয়ায় তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, সরকার এখন কোন উপায় না পেয়ে হামলা মামলার মাধ্যমে গণতান্ত্রিক শক্তিকে থামানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করার শক্তি হারিয়ে ফেলেছে, তাই তারা পুলিশের মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব মামলা হামলা দিয়ে আমাদের ঠেকানো যাবে না। সরকারের উচিত সুন্দরভাবে এখন নিজ থেকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া। নয়তো তাদের বিদায় হবে খুবই লজ্জাজনক।

১৯ আগস্ট পদযাত্রা কর্মসূচির বিষয় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ঐদিনও আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ করে পুলিশের লোক এসে আমাদের ওপর হামলা করে। পাশাপাশি টিয়ারশীল নিক্ষেপ, গুলিসহ তাদের আঘাতে আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জানা গেছে, সোনারগাঁয়ে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এর আগে, গত ১৯ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email