সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
অর্থনীতি

উদ্বোধন হলো মেরিডিয়ান লাউঞ্জ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের মাসদাইরে নাসিকের মেরিডিয়ান লাউঞ্জ উদ্বোধন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় মেরিডিয়ান লাউঞ্জকে আধুনিক আকারে ফুটিয়ে তোলায় উদ্যোক্তাদের সাধুবাদ জানান তিনি।

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর রাত ৮টায় মাসদাইর শহীদ সাব্বির আলম খন্দকার সড়কে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেরিডিয়ান লাউঞ্জ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এনসিসির প্যানেল মেয়র আব্দুর করিম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নারায়ণগঞ্জ জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি শাহজাহান প্রমুখ। উদ্যোক্তা ইয়া হিয়া আলম উচ্ছাস, শরীফ, মামুন, দোলন, পিন্টু, আরিফ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবগ।

নাসিক প্যানেল মেয়র আব্দুর করিম বাবু বলেন, সুন্দর পরিবেশে মেরিডিয়ান লাউঞ্জ যেভাবে সাজিয়েছে, তাই এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি।

১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমি উদ্যোক্তাদের অভিনন্দন জানায় তারা এলাকার ভিতরে সাহস নিয়ে আধুনিক রেস্টুরেন্ট করায়। আপনারা আমরা সকলে এই সুন্দর পরিবেশেরর রেস্টুরেন্টে পরিবার পরিজন নিয়ে পছন্দের খাবার গ্রহণ করবো। প্রতিষ্ঠানটি আজ উদ্বোধন করতে তাদের কোটি টাকা খরচ করতে হয়েছে। আমরা আপনারা এখানে আসলে তাদের এই উদ্যোগ সফলভাবে সম্পূর্ণ হবে। আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানায়, আমার ওয়ার্ডে সুন্দর রেস্টুরেন্ট উপহার দেয়ায়।

সংক্ষিপ্ত বক্তব্যে শেষে, অতিথিরা কেক কেটে উদ্বোধনে সমাপ্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email