বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led02সদর

এনসিসি পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শনে এসেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নগর ভবনে এসে পৌছায়।

প্রতিনিধি দলের মধ্যে ছিল সিনিয়র নগর উন্নয়ন বিশেষজ্ঞ থিয়েরি মিশেল রেনে মার্টিন, নগর উন্নয়ন বিশেষজ্ঞ ঈশিতা আলম অবনী ও পরামর্শদাতা আহমেদ বিন পারভেজ।

তারা নগর ভবনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে যথাযথ প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জ নগরীকে একটি আধুনিক পরিবেশবান্ধব সবুজ নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এরপর প্রতিনিধিবৃন্দ জালকুড়ি কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত স্থানসহ বাবুরাইল খাল ও জল্লারপাড় লেক পরিদর্শন করেন।

পরিদর্শনের পাশাপাশি প্রতিনিধিবৃন্দ নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সভায় অংশগ্রহণ করেন।

সেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email