বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Led03রাজনীতিসদর

এমপিওভুক্ত হলো নারায়ণগঞ্জ আর্ট কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আর্ট কলেজ) কে এমপিওভুক্ত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (১৭ অক্টোবর) প্রজ্ঞাপনটি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব জহিরুল ইসলাম।

১৯৯৪ সালের ৯ নভেম্বর নগরীর চাষাঢ়া রেলস্টেশন মসজিদের পিছনে চিত্রশিল্পী সমীরন চৌধুরী মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ীভাবে যাত্রা শুরু করে। ১৯৯৬ সালে ১৪ জন শিক্ষার্থী নিয়ে জিমখানা বস্তি সংলগ্ন জায়গায় ছোট্ট পরিসরে গড়ে তোলা হয় স্থায়ী ক্যাম্পাস। পরবর্তীতে চারুকলা ইনস্টিটিউট ১৯৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ২০১৯ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে প্রায় ১ একর জায়গার উপর ৩ তলা বিশিষ্ট চারুকলা ভবন করার উদ্যোগ নেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১২০ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক রয়েছে।

একই প্রজ্ঞাপনে সারাদেশের আরও ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে এমপিওভুক্ত করা হয়েছে। সেখানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নবকিশলয় হাই স্কুলের এন্ড গার্লস কলেজও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email