বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
সদর

কর প্রত্যাহার, গ্যাস সরবরাহ ও যানজট নিরসনে মতবিনিময় সভা শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আবাসিক গভীর নলকূপের উপর আরোপিত সকল প্রকার কর প্রত্যাহার, বাসা-বাড়িতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ ও নারায়ণগঞ্জ শহরের দুর্বিষহ যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের উদ্যোগে এক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

নাগরিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, প্রধান বক্তা হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন চুন্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথা- নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.বি সিদ্দিক, জাসদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নারায়ণগঞ্জ সভাপতি এ.ওয়াই.এম হাশমত উল্লাহ, সিপিবি নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক নিখিল দাস, আমরা নারায়ণগঞ্জবাসীর সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ।

সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email