শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
জেলাজুড়েরাজনীতি

গিয়াসউদ্দীনের নির্দেশনায় ফতুল্লা থানা কৃষকদলের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা কৃষকদলের নেতাকর্মীরা। রোববার (২৪ ডিসেম্বর) ভোর সকালে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীনের নির্দেশনায় মিছিল করে নেতাকর্মীরা।

মিছিলে নেতাকর্মীরা ডামি নির্বাচন বর্জন, অবৈধ নির্বাচনী তফসিল বাতিল, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি জানায়।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার (২০ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেন। বাংলাদেশের বিরোধী দল বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত সাতই জানুয়ারির ভোট বর্জন করা, কর ও ইউটিলিটি বিল না দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি আহ্ববান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email