রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Led04অর্থনীতি

ডেনমার্ক হতে পারে পোশাক শিল্পের সম্ভাবনাময় বাজার

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সর্ম্পক আরও প্রসারিত হতে পারে উত্তর-পশ্চিম ইউরোপের দেশ ডেনমার্ক এর সাথে। ডেনমার্কের দূতাবাসের মিশন প্রধান মিস্টার অ্যান্ডার্স বি. কার্লস নারায়ণগঞ্জের একটি কারখানা পরিদর্শনে এসে এমন মন্তব্য করেছেন। আর পোশাক শিল্প ব্যবসায়ীরা মনে করছে- ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে জিমিয়ে পড়া অর্থনীতিতে ডেনমার্ক হতে পারে সম্ভাবনাময় একটি বাজার।

শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে অবস্থিত আইএফএস টেক্সওয়্যার লিমিটেড কারখানা শনিবার দুপুরে পরির্দশন করেন ডেনমার্কের একটি প্রতিনিধি দলে। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের দূতাবাসের মিশন প্রধান মিস্টার অ্যান্ডার্স বি. কার্লসেন এর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডেনমার্কের সেক্টর কাউন্সেলর ওলে জাস্টিসেন, ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স কার্লসেন, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ আলী আশরাফ খান, টেকসই উত্পাদনের সহযোগী উপদেষ্টা ফাহিম আবরার, ডেনিশ কাজের পরিবেশ কর্তৃপক্ষ জারি জান ও কমার্শিয়াল কাউন্সেলর আলী মোশতাক বাট।

সূতা থেকে পোশাক উৎপাদন। পুরো প্রক্রিয়াই ঘুরে ঘুরে দেখেছে উত্তর-পশ্চিম ইউরোপের দেশ ডেনমার্কের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর পোশাকের গুনগত মান দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। তারা বলেন, বাংলাদেশের সাথে ডেনমার্কের অর্থনৈতিক সর্ম্পক আরও বৃদ্ধি পাবে।

কারখানাটির পুরো কার্যক্রম ঘুরিয়ে দেখিয়েছে আইএফএস টেক্সওয়্যারের মুখ্য নির্বাহী সালাহউদ্দিন আহমেদ শামীম| এ সময় উপস্থিত ছিলেন আইএফএস টেক্সওয়্যার পিভট লিমিটেডের জিএম (ফাইন্যান্স) মোতাহার হোসেন ভূইয়া, এজিএম কমার্শিয়াল শাহাদাত হোসেন, এইচআর বিভাগের ডিজিএম জাভেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email