বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Led05রাজনীতিরূপগঞ্জ

দেশের মানুষ বিএনপি-জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না: মন্ত্রী গাজী

লাইভ নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ‘দেশের মানুষ কখনোই আর বিএনপি-জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি-জামায়াত জোট দেশকে পিছিয়ে দিতে চায়, দেশের মানুষ কখনো তাদের সেই সুযোগ দেবে না। দেশের মানুষ উন্নয়ন চায়, তারা সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখে; প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের এই প্রত্যাশা পূরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ১০ টি স্থানে আলাদাভাবে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধীদের দোসর খুনি চক্র বাঙালি জাতির কপালে কালিমা লেপন করেছে। আজকে শোককে শক্তিতে রূপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প- ২০৪১ বাস্তবায়ন করে উন্নত সমৃদ্ধ এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলতে হবে।’

মন্ত্রী বলেন, জা‌তিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান যেমন দেশ‌কে ভালবাস‌তেন, দে‌শের মানুষ‌কে ভালবাস‌তেন, তেম‌নি ভা‌বে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাও দেশ‌কে ভালবা‌সেন। দে‌শের মানুষ‌কে ভালবাসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার জন্য সারাজীবন উৎসর্গ করেছিলেন। পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন শেখ হাসিনা। অন্ধকারে আলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন। তিনি মানুষের জীবনে আলোর সঞ্চার করেছেন।

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুর রহমান মে‌হের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোহাম্মদ নাঈম ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের বন ও প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠ‌নিক সম্পাদক আলী আকবর, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য শিলা রানী পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপ‌তি ইমন হাসান খোকন, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি তান‌জির আহ‌মেদ রিয়াজ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন কুমার ঘোষ, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন মহিলালীগের সভাপতি রেখা বেগম, গোলাকান্দাইল ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা ফারজানা ও সাধারন সম্পাদক কাকলী আক্তার সহ অনেকে।

এসব অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email