শনিবার, নভেম্বর ২, ২০২৪
রাজনীতি

ধারাবাহিক আন্দোলনের ঘোষণা না.গঞ্জ মহানগর ওলামা পরিষদের

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের বিভিন্ন আলেম-ওলামাদের মুক্তির দাবিতে ধারাবাহিক আন্দোলন করার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদ।

আগামী ১৮ই আগস্ট শুক্রবার বাদ জুম্মা গণমিছিল করবে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদ।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান এই কর্মসূচির ঘোষনা দেন।

এসময় মাওলানা ফেরদাউস বলেন, আলেমদের মুক্তি না দিলে ধারাবাহীক আন্দোলন চলবে। আন্দোলন তো আমাদেরই করতে হবে। আগামী শুক্রবার জুম্মার নামাজের পর ডিআইটি মসজিদের সামনে থেকে গণমিছিল কর্মসূচি শুরু হবে। সেই কর্মসূচি শেষে ঠিক করা হবে পরবর্তী কোন কর্মসূচি করবো। এভাবে ধারাবাহিক আন্দোলন বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, যারা ভাবছেন আমরা শুধু বক্তিতার মধ্যে আছি, তার ভুল করছেন। আমাদের এই আন্দোলন ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারো নাই।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মধুপুর পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ। প্রধান মেহমান ডিআইটি মসজিদের খতিব পীর সাহেব আল্লামা আব্দুল আউয়াল, প্রধান আলোচক আল্লামা জুনায়েদ আল হাবীব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email