শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Led03ফতুল্লারাজনীতি

নারায়ণগঞ্জের মানুষ এক দফা আদায় করে ছাড়বে: সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। অন্যথায় জনগণের আদালতে বিচার হবে বলে জানিয়েছেন তিনি।

নারায়ণগঞ্জের প্রবেশপথ সাইনবোর্ডে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সমাবেশে অংশ নিয়ে এ বক্তব্য রাখেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশটির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১ দফা জানাচ্ছে নেতাকর্মীরা।

এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘এক দফা আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। নারায়ণগঞ্জের মানুষ এক দফা আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ।’

এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জোড় দাবি জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ উপস্থিত রয়েছেন।

দুপুর ২টা থেকে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে পৃথক মিছিলে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email