সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
বিনোদনসদর

নারায়ণগঞ্জে মুঘল সম্রাট আকবরের জন্মদিন পালন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পালন করা হয়েছে মুঘল সম্রাট জালাল উদ্দিন মুহাম্মদ আকবরের ৪৮১তম জন্মদিন।

ব্যতিক্রমী এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো রোববার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর খানপুর হসপিটাল রোড এলাকায়।

আয়োজনের উদ্যোক্তা ‘পেন্সিল ফাউন্ডেশনের’ পরিচালক বাদশা খালেদ অপু বলেন, মুঘল সম্রাটরা এ উপমহাদেশকে অনক কিছুই দিয়েছেন। তারা এ অঞ্চলে বিশাল বিশাল প্রাসাদ, দূর্গ, রাস্তা, বাঁধ, সেতুসহ অসংখ্য স্থাপনা তৈরি করেছেন। সেই তুলনায় আমরা তাদের স্মরণ করি না। মুঘল সম্রাট আকবর অল্প বয়সে ক্ষমতায় এসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন। তার অনেক কিছুই আমাকে মুগ্ধ করে। তার বিচারব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা অন্যতম। তাই তার ৪৮১তম জন্মদিনে আমি ও আমার ৯৬ ব্যাচের বন্ধুরা তাকে স্মরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করি।

 

অপু আরও বলেন, এবার ১৪০ জনের মতো লোকজনের আয়োজন ছিল। আগামীতে আরও বড় করে আয়োজন করা হবে।

প্রসঙ্গত, ১৫৪২ সালের ১৫ অক্টোবর জালালুদ্দিন মুহাম্মদ আকবর জন্মগ্রহণ করেন। বাবা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে মাত্র ১৩ বছর বয়সে মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট হিসেবে তিনি ভারতের শাসনভার গ্রহণ করেন। প্রায় সমগ্র উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে। ২৭ অক্টোবর ১৬০৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email