বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের জরুরী সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে আগামী ১৬ অক্টোবর ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুবসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় আগামী ১৬অক্টোবর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে আয়োজিত যুবসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, প্রধান বক্তা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, বিশেষ বক্তা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, যুবদল কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান সোহেল, বিশেষ অতিথি মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।

এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email