বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আড়াইহাজাররাজনীতি

নারায়ণগঞ্জ-২ আসনে ৪ প্রার্থী মনোনয়নপত্র বৈধ, ২ জ‌নের বা‌তিল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪ জনের বৈধ ও ২ জ‌নেরটা বা‌তিল করা হ‌য়ে‌ছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য জানান।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার):
১. নজরুল ইসলাম বাবু- (আওয়ামী লীগ)
২. মো. আবু হানিফ হৃদয়- (তৃণমূল বিএনপি)
৩. শাহজাহান- (জাকের পার্টি)
৪. আলমগীর সিকদার লোটন- (জাতীয় পার্টি)

বা‌তিল হ‌য়ে‌ছে-
৫. মো. শরিফুল ইসলাম- (স্বতন্ত্র)
৬. মামুন দিদার- (স্বতন্ত্র)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email