বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
রাজনীতিরূপগঞ্জ

নারায়ণগঞ্জ-১ আসনে ৯জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ১ জনের বাতিল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৯জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনা। এসময় ১ জনের মনোনয়ন বাতিল করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য জানান।

বৈধ হয়েছে যাদের
১. গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)- (আওয়ামী লীগ)
২. তৈমুর আলম খন্দকার- (তৃণমূল বিএনপি)
৩. শাহাজাহান ভুইয়া- (স্বতন্ত্র)
৪. গাজী গোলাম মর্তুজা- (স্বতন্ত্র)
৫. মো. হাবিবুর রহমান- (স্বতন্ত্র),
৬. মো. জোবায়ের আলম- (স্বতন্ত্র)
৭. মো. সাইফুল ইসলাম- (জাতীয় পার্টি)
৮. মো. জয়নাল আবেদীন চৌধুরী- (স্বতন্ত্র)
৯. একেএম শহিদুল ইসলাম- (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)

বাতিল হয়েছে
১০. আফাজউদ্দিন মোল্লা- (বাংলাদেশ সুপ্রীম পার্টি)***ঋণ খেলাপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email