বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

প্রধানমন্ত্রীর নদী রক্ষা সভায় এনসিসি

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকার চারপাশের নদীকে রক্ষার লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নদী রক্ষা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই সভায় অংশ নেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(এনসিসি)র মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভৌগলিক অবস্থা রক্ষায় নদীগুলোকে বাঁচানোর তাগিদ দেন। ঢাকার আশেপাশের নদীগুলোর নাব্যতা রক্ষা এবং দূষণ রোধে প্রণীত মহাপরিকল্পনার আলোকে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email