শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
ফতুল্লা

ফতুল্লায় বিস্ফোরণ, শাস্তির দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার ভোলাইল এলাকায় অটোরিকশার শো-রুমে ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও দশজন আহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে দূর্ঘটনাকবলিত ভবনটির সামনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে আহতরা ও নিহতদের স্বজনরাসহ শতাধিক নারী পুরষ অংশ নেন।

আগামি চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে এলাকবাসি বিক্ষোভ মিছিল করে আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে শ্লোগান দেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই সকাল সাড়ে নয়টায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের পাশে ভোলাইল এলাকায় একটি পাঁচতলা ভবনের নীচতলায় মুসকান মটরস্ নামে অটোরিকশার শো রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় প্রায় ১৭ জনের মতো আহত হন। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email