বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Led03ফতুল্লা

ফতুল্লায় বিএনপির ১১ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ১

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার বিসিক শাসনগাঁও শাহী মসজিদ এলাকায় গাড়ি ভাঙচুর ও রাস্তায় অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) ফতু্ল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন- ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, যুবদল নেতা রতন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শরিফ হোসেন মানিক, যুবদল নেতা মনির, এনায়েত নগর ইউনিয়ন ছাত্রদল নেতা জুম্মন, ফতুল্লা থানা বিএনপির সদস্য কায়েস আহম্মেদ পল্লব, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জসিম ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল।

এর মধ্যে, ঘটনার পরেই রাসেল মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ৩০ নভেম্বর রাতে পঞ্চবটি-মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় হরতালের সমর্থনে শতাধিক নেতাকর্মী নিয়ে মশাল মিছিল বের করেন থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে নেতৃত্ব দেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ। মিছিল থেকে হরতালের সমর্থনে নানা স্লোগান দিয়ে নেতাকর্মীরা একটি তেলবাহী ট্রাক ও একটি কাভার্ডভ্যানে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগের চেষ্টা করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, রাতে পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় মশাল মিছিলসহ রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তায় অগ্নিসংযোগসহ দুটি ট্রাকে ভাংচুরের চেষ্টা করলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ রাসেল মাহামুদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email