বুধবার, অক্টোবর ৯, ২০২৪
Led03অর্থনীতিজেলাজুড়েফতুল্লা

বকেয়া বেতনের দাবিতে ক্রোনি গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: বিসিক শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভ করেছে ক্রোনি গ্রুপের ‘অবন্তী কালার টেক্স লিমিটেড’ কারখানার হাজারো শ্রমিক। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কারখানার ভেতরে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় ‘বহিরাগত লোকজন বাধা দিচ্ছে’ বলে শ্রমিকরা অভিযোগ করেন।

এর আগে, ৩১ জানুয়ারি একই দাবিতে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, সকালে বিক্ষোভ করার সময় বহিরাগত লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরে শ্রমিকরা তাদের কারখানা থেকে বের করে দেন। এ সময় কারখানার ভেতরের একটি স্থান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধারের কথা জানান শ্রমিকরা। শ্রমিকদের দমন করতে এসব রাতেই কারখানার ভেতরে নিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের।

তাদের আরও অভিযোগ, বিভিন্ন অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন নিয়ে টালবাহানা করছে মালিকপক্ষ। গত ছয় মাস ধরে বেতন নিয়ে সমস্যা করছে তারা। নানা অজুহাতে কিস্তিতে বেতন পরিশোধ করছে। বিক্ষোভ ছাড়া বেতন পরিশোধ করছে না।

শ্রমিকদের জানান, কারখানাটির ডাইং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত ১০ হাজার শ্রমিক কর্মরত আছেন। শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন পেলে আন্দোলন বন্ধ করবে। অফিস স্টাফরাও ৫ মাসের বেতন পাবে বলে জানা গেছে। তবে মালিকপক্ষ কেউই কথা বলতে রাজি হননি। পরে আগামীকালের মধ্যে বেতন পরিশোদের দাবি জানিয়ে শ্রমিকরা চলে যায়।

এব্যাপারে শিল্প পুলিশের ফতুল্লা অঞ্চলের পুলিশ পরিদর্শক মো. নাজির আলম লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকাল থেকেই আমরা অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানায় অবস্থান করছি। শ্রমিকরা কারখানায় প্রবেশ করার আগেই আমরা আসি। সকালে শ্রমিকরা ম্যানেজমেন্টের সাথে কথা বলার চেষ্টা করে। পরে ম্যানেজমেন্টের সাথে জড়িতরা বেরিয়ে আসে। আমরা তখন শক্ত অবস্থান নেই। লাঞ্চ আওয়ার হলে, শ্রমিকরা বেরিয়ে আসে। এসময় তারা ভিতর থেকে লাঠিসোটা, রড নিয়ে আসে যা ফতুল্লা মডেল থানা পুলিশ জব্দ করেছে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আযম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, সকাল থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ‘অর্ডার কমে যাওয়ার’ কথা জানিয়ে ক্রোনি গ্রুপের প্রতিষ্ঠান ‘ক্রোনি টেক্স সোয়েটার লিমিটেড’ নামে কারখানাটি লে-অফ ঘোষণা করে। পরদিন সকালে কারখানাটির শ্রমিকরা ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বিক্ষোভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email