শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
জেলাজুড়েবন্দরশিক্ষা

বছরের প্রথম দিনে বই উৎসব, এটা সরকারের সাফল্য: মাজহারুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, আজ দেশের প্রতিটি স্কুলে উৎসবের আমেজে বই বিতরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর স্কুলগুলোতে এমন প্রস্তুতিও নেওয়া হয়েছে। এটা আমি মনে করেছি সরকারের সবচেয়ে বড় সাফল্য। সোমবার (১ জানুয়ারি) বন্দরের মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, নতুন শিক্ষাবর্ষের যাত্রা। নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম আর নতুন বই। এই তিনে মিলে শিক্ষার্থীদের উৎসব আজ। খালি হাতে স্কুলে এসে বই নিয়ে বাড়ি ফিরবে। আর এতেই আনন্দ তাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ, বিষেশ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, এনসিসির ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর, মোঃ রেজাউল করিম, বন্দর উপজেলা শিক্ষা অফিসার, মোসাম্মৎ নাসরিন জাহান পপি, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার বন্দর, সামিনা নার্গিস, লিপি আক্তার, রাবিয়া ইয়াসমিন সহকারি উপজেলা শিক্ষা অফিসার বন্দর,খাদিজা বেগম প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফারুক আহমেদ মাসুম সভাপতি মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email