বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led04ধর্মবন্দর

বন্দরের ঐতিহাসিক জশনে জুলুস সোমবার, নেতৃত্ব থাকবে ‘বাহাদুর শাহ’

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের ঐতিহাসিক জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হতে যাচ্ছে।

আগামী সোমবার সকাল ৮ টায় মদনগঞ্জ বটতলা মোড় থেকে জশনে জুলুস শোভাযাত্রা শুরু হবে। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কদমরসূল দরগাহ শরীফে আখেড়ী মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হবে।

জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) শোভাযাত্রায় নেতৃত্ব দিবেন এবং আখেড়ী মোনাজাত পরিচালনা করবেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (মা.জি.আ.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৪৮তম জুলুস উদযাপন কমিটির সভাপতি মোবারক হোসেন কমল খান।

অনুষ্ঠানে সকল রাসুল প্রেমিক আশেকে রাসুল ভাইদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন জশনে জুলুস কমিটির সাধারণ সম্পাদক হাজী আসাবুদ্দিন আশু ও যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল।

জানা গেছে, ১৯৭৪ সালে রাসুল (সাঃ) জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) এর প্রতিষ্ঠাতা আকবু নসর সৈয়দ মোঃ আবেদ শাহ আল মাদানী (রঃ) এর নেতৃত্বে সর্বপ্রথম বন্দরে জশনে জুলস শোভাযাত্রা উদযাপন করা হয়। এ বছর ৪৮তম জশনে জুলুস উদযাপিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email