সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দরের বিদায়ী ইউএনওকে শিল্পীদের অভ্যর্থণা

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৮ বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ধারবাহীকতায় বদলি হয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি.এম.কুদরত-এ-খুদা। বিদায়ী ইউএনওকে ফুলেল অভ্যর্থণা জানিয়েছে বন্দরের শিল্পীবৃন্দ। বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র নেতৃত্বে এ অভ্যর্থণা জানানো হয়।

অভ্যর্থণাকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশণার (ভূমি) মনিষা রানী কর্মকার। এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ-সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন,অর্থ সম্পাদক আবু জাফর জিপু,কার্যনির্বাহী সদস্য মিতু মোর্শেদ,শেখ তাফসির,সাগর দাস,নতুন সদস্য মোঃ আনোয়ারুল হক,সৈয়দ মোরশেদ আলম,বিমল চন্দ্র ঘোষ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মঞ্জুর আহমেদ মুন্না,মোঃ মনির হোসেন,শামীম আহমেদ ও সুমন হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email