বুধবার, অক্টোবর ৯, ২০২৪
বন্দররাজনীতি

বন্দরে এতিমখানার নির্মাণাধীন ভবন পরিদর্শনে সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হেফজ্ বিভাগে নির্মাণাধীন এতিমখানা ভবন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে সেলিম ওসমান পরিদর্শন শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মোনাজাত করেন।

দোয়ায় সংসদ সদস্য সেলিম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে প্রয়াত সাংসদ নাসিম ওসমান, শামসুজ্জোহা ও নাগিনা জোহার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি মাদ্রাসার সাথে জড়িত ছিল এমন মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এর আগে, সকালে নির্মাণাধীন এতিমখানা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ফার্মের গরু বিক্রির টাকায় এতিম শিশুদের জন্য নির্মাণ করা হচ্ছে ৬ তলা বিশিষ্ট ওই ভবনটি। এটি সম্পন্ন হলে ৬০জন এতিম বাচ্চাকে নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তাদের থাকা খাওয়া, কোরআন শিক্ষার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের সাথে উপযোগী কম্পিউটার শিক্ষার ব্যবস্থাও করা হবে। এই প্রকল্পটির জন্য ৪কোটি ৩৫ লাখ টাকা থেকে তিনি ১ কোটি টাকা বরাদ্দ রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email