বুধবার, অক্টোবর ৯, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

মনোনয়নপত্র ফরম জমা দিলেন এমপি লিয়াকত হোসেন খোকা

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায় সোনারগাঁও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজওয়ান উল ইসলামের কাছে ওই মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় তার সমর্থকরা এবং উপজেলার জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা ব্যক্ত করেন লিয়াকত হোসেন খোকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email