শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
জেলাজুড়েধর্মফতুল্লা

মসজিদে এসি দিলেন আজমেরী ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: মুসুল্লিদের আরাম দায়ক ইবাদতের স্বার্থে মসজিদে এয়ারকন্ডিশন দান করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রয়াত সাংসদ মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার সস্তাপুরে খাজা হযরত আলী জামে মসজিদে ওই এসি দান করেন তিনি।

জানা যায়, মসজিদটি অনেক পুরানো হওয়ায় ভিতরে ছাদ থেকে ফ্লোরের উচ্চতা কমে যাওয়ায় ফ্যান লাগানো সম্ভব নয়। এতে মুসল্লিদের নামাজ আদায় করতে গরমের ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি আজমেরী ওসমান জানতে পেরে তাৎক্ষনিক একটি এয়ারকন্ডিশন (এসি) দান করেন।

মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহিম বলেন, আজমেরী ওসমান সময় উপযোগী সাধ্য মতো দান করেন। বিভিন্ন সময় নারায়ণগঞ্জের বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় অনেক মসজিদ, মাদ্রাসাসহ অনেক অসহায়দের মাঝে তার বাবা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের নামে নিয়মিত দান করেন।
মসজিদের সভাপতি আলামিন প্রধানের হাতে আজমেরী ওসমানের পক্ষে এসি তুলে দেন হামিদ প্রধান ও নাসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email